জামালপুরে ৪৮ কৃতী শিক্ষার্থীকে বৃত্তির চেক দিল জেলা পরিষদ

২ সপ্তাহ আগে
জামালপুরে ৪৮ জন কৃতী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে জেলা পরিষদ।

মঙ্গলবার (8 জুলাই)  বিকেলে জেলা পরিষদের হল রুমে ২০২৪-২৫ অর্থ বছরের এ শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।


জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হাছিনা বেগম।


সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনুভা ইসলামের সঞ্চালনায় শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ, সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ।


জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, ‘এ বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, আমি মনে করি, এ চেকপ্রাপ্তি শিক্ষার্থীদের মনে আত্মবিশ্বাস বাড়াবে, প্রেরণা যোগাবে।’

আরও পড়ুন: জামালপুরে চত্বরের নাম পরিবর্তন, স্থাপিত হবে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আশাবাদী, এই কৃতী শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করবে।’


জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘২০২৪-২৫ অর্থ বছরে সরকারিভাবে এ শিক্ষাবৃত্তির চেক শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। ৪৮ জন কৃতী শিক্ষার্থীদের মধ্যে আমরা আজ ৪ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করলাম। এ শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দুবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। যেসব আবেদন জমা পড়েছিল, যাচাই-বাছাই করে ৪৮ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হলো।’


জেলা পরিষদ সূত্র জানায়, জেলার বিভিন্ন কলেজের ৪৮ জন কৃতী শিক্ষার্থীদের মধ্যে ৪ লাখ ৮০ হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। প্রতিজনকে দেওয়া হয় ১০ হাজার টাকা।

]]>
সম্পূর্ণ পড়ুন