জামালপুরে চত্বরের নাম পরিবর্তন, স্থাপিত হবে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’

২ সপ্তাহ আগে
জামালপুর পৌর এলাকার শেখেরভিটা মোড়ে অবস্থিত আওয়ামী লীগের সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের নামে নির্মিত ‘মির্জা আজম চত্বর’ ভেঙে ফেলা হয়েছে। ওই স্থানে জুলাইয়ের শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এস্কেভেটর দিয়ে চত্বরটি ভাঙার কাজ শুরু করে। গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হবে।

 

জানা গেছে, বিগত সরকার আমলে ২০২৩ সালে প্রায় ৪ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে এই চত্বর নির্মাণ করা হয়। তবে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর ছাত্রজনতার আন্দোলনে মির্জা আজম চত্বরের নামফলক গুঁড়িয়ে দেয়া হয় এবং তখনই সেটিকে ‘বিজয় চত্বর’ ঘোষণা করা হয়।

 

শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান বলেন, ‘মির্জা আজম জামালপুরের সন্তান না হয়েও গায়ের জোরে চত্বরটি নিজের নামে করেছিলেন। জুলাইয়ের আন্দোলনে এই জায়গা থেকে শুরু হয়েছিল ছাত্রজনতার বৈষম্য বিরোধী লড়াই। সেই শহীদদের স্মরণে এখানে “জুলাই স্মৃতি চত্বর” স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মির্জা আজমের নামকে ইতিহাস থেকে মুছে ফেলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

 

আরও পড়ুন: জামালপুরের ৮ শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

 

তিনি আরও বলেন, ‘সরকারের এই উদ্যোগকে জামালপুরবাসী স্বাগত জানাবে। আমরা চাই, এই স্মৃতি চত্বরের মাধ্যমে আগামী প্রজন্মও জুলাইয়ের আন্দোলনকে মনে রাখুক।’

 

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি বলেন, ‘জুলাই শহীদদের স্মরণে “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ” নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী পুরানো স্থাপনাটি অপসারণ করা হচ্ছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন