জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেনের ৪ দিনের রিমান্ড

৪ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির জেলা সহসভাপতি মাকসুদ হোসেনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন।

 

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান সময় সংবাদকে বলেন, মাকসুদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতদিনের রিমান্ডের আবেদন করে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

 

এর আগে গত ৫ মার্চ ভোর রাতে বন্দর এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে মাকসুদ হোসেনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ফতুল্লা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

 

আরও পড়ুন: সাবেক এমপি আফতাব উদ্দিন ৪ দিনের রিমান্ডে

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফতুল্লা থানায় করা একটি হত্যা চেষ্টার মামলায় মাকসুদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। সে বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম বলেন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি অনেকদিন ধরে পলাতক ছিলেন।

 

আরও পড়ুন: সাজিদ হত্যা মামলা: ফের রিমান্ডে সাবেক বিচারপতি মানিক

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা জাতীয় পার্টির সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন নারায়ণগঞ্জ-৫ আসনের পলাতক সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তার আস্থাভাজন হয়ে মাকসুদ হোসেন পরপর দু’বার মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। পরে সেলিম ওসমানের বিরুদ্ধে গিয়ে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন মাকসুদ হোসেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীদেরকে পরাজিত করে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি।

 

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন