মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে-কেআইবিতে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে। সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে।
সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
আরও পড়ুন: নির্বাচনে সাপোর্ট দেয়া কতিপয় সাংবাদিককে দেখা হবে: শফিকুল আলম
তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ৬ কমিশন ১৫ জানুয়ারির মধ্যে যে প্রতিবেদন দেবে তার ওপর ভিত্তি করে সংস্কার কাজ আগানো হবে।