যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথভাবে আয়োজন করছে এই প্রতিযোগিতা। প্রতিটি গ্রুপের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামানুসারে।
আরও পড়ুন: ইয়ামালের চোটে দিশেহারা বার্সা, স্পেনের সমালোচনায় হান্সি ফ্লিক
রোববার দুপুরে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার খেলা। প্রথমার্ধেই লিড নেয় ঝিনাইদহ জেলা ফুটবল দল। স্কোর শিটে নাম লেখান সুমন।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রহমান। দ্বিতীয়ার্ধের শেষদিকে চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের হয়ে একটি গোল শোধ দেন তৌফিক ওমর।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
]]>