জাকের-শামীমের ব্যাটে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

৩ সপ্তাহ আগে
এশিয়া কাপে নিজেদেরর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা একেবারে যাচ্ছে তাই। প্রথম ২ ওভারে স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই বিদায় নেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। শেষদিকে দলের হাল ধরেন জাকের আলী ও শামীম হোসেন পাটওয়ারী। তাদের দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শনিবার (১৩ সেপ্টেম্বর) টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলটাই অফ স্টাম্পের বাইরে ফুলটস দিয়ে বসেন নুয়ান থুসারা। তবে সে বল কোনো কাজে লাগাতে পারেননি তানজিদ হাসান তামিম। পরপর ৫টি বলই ডট করেন বাঁহাতি এই ওপেনার। শেষ বলটা বড় শট খেলতে গেলে তার স্টাম্প উড়ে যায়। কোনো রান যোগ করার আগেই সাজঘরের পথ ধরেন তানজিদ। 

 

প্রথম ওভারে বাজে শুরুটা আরও দীর্ঘায়িত হয় দ্বিতীয় ওভারে। দুশমন্থ চামিরার এই ওভারের প্রথম তিন বল ডট খেলে চতুর্থ বলে উইকেরক্ষকের হাতে ক্যাচ দেন পারভেজ হোসেন ইমন। প্রথম ২ ওভারে কোনো রান না করেই ২ উইকেট হারায় বাংলাদেশ।

 

আরও পড়ুন: ৪ অক্টোবর বিসিবি নির্বাচন 

 

হাল ধরতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়ও। পঞ্চম ওভারের প্রথম বলে চারিথ আসালঙ্কার ক্যাচ মিসে একবার লাইফ পেলেও পরের বলেই রান আউট হন হৃদয়। ৯ বলে ৮ রান করে ফেরেন এই ব্যাটার।

 

গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন শেখ মেহেদী। ৭ বলে ৯ রান করা এই ব্যাটার ফিরেছেন হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে।

 

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচের আগে আবহ এবার একেবারে ভিন্ন 

 

অধিনায়ক লিটন দাস উইকেটে থিতু হয়েছিলেন বটে, তবে ইনিংস বড় করতে পারেননি। হাসারাঙ্গার বলে রিভার্স সুইফট করতে গিয়ে হয়েছেন ক্যাচ আউট। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৬ বলে ২৮ রান। 

 

মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটওয়ারী। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করেন এই দুই ব্যাটার। দুজনে মিলে যোগ করেন ৬১ বলে ৮৬ রান। জাকের অপরাজিত থাকেন ৩৪ বলে ৪১ রানে। আরেক প্রান্তে ৩৪ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন শামীম পাটওয়ারী। লঙ্কানদের হয়ে ২ উইকেট শিকার করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ ছাড়া নুয়ান থুসারা ও চামিরা নেন ১টি করে উইকেট।

]]>
সম্পূর্ণ পড়ুন