জর্ডানে বাছাইয়ে চোখ রেখে দুবাই সফরে যাচ্ছে বাংলাদেশ অ-১৭ নারী দল

৬ দিন আগে
চলতি বছরটা বাংলাদেশের নারী ফুটবল দলের জন্য এক ঐতিহাসিক বছর। কেননা, গত জুনে মিয়ানমারে নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তার এক মাস পর লাওসে এশিয়ান কাপ নিশ্চিত করেছে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। এবার সেই একই মিশনে মাঠে নামতে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ দল। তার আগে নিজেদের একটু ঝালিয়ে নিতেই আমিরাতে দুটি প্রীতি ম্যাচ খেলবে মেয়েরা।

রোববার (৫ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সেখানে স্বাগতিক আমিরাত ও সিরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। তবে তাদের মূল লক্ষ্য এএফসি অনূর্ধ্ব-১৭ উইমেন্স চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। 

 

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক জর্ডান ও চাইনজি তাইপে। তিন দলের এই গ্রুপে কেবল মাত্র চ্যাম্পিয়ন দলই সুযোগ পাবে পরের বছর মূল পর্বে খেলার। বাছাই পর্ব খেলতে জর্ডানে যাওয়ার আগে নিজেদের আত্মবিশ্বাসটা একটি বাড়িয়ে নিতে চায় টিটুর দল। 

 

বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় কোচের দায়িত্ব পালন করবেন সাইফুল বারী টিটু। শনিবারের সংবাদ সম্মেলনে টিটুর হাতে দলের হাল তুলে দেওয়ার কারণ হিসেবে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, দলের ‘আরও ভালো অনুশীলনের’ প্রয়োজনের কথা। 

 

আরও পড়ুন: যে কারণে বেলিংহ্যামকে দলে রাখেননি কোচ

 

বাছাইয়ের অনুশীলন অবশ্য পর্যাপ্ত হয়নি। সপ্তাহখানেক আগে থেকে মেয়েরা ট্রেনিং করছে টিটুর অধীনে। তবে আমিরাত ও সিরিয়ার বিপক্ষে ম্যাচ খেলে আসল প্রস্তুতি নিতে চান কোচ। ‘আমি মনে করি আসল প্রস্তুতি দুবাইয়ে হবে। আসরে ওরা (জর্ডান ও চাইনিজ তাইপে) আমাদের চেয়ে এগিয়ে। ওদের কোনো ভিডিও দেখি নাই। একটা ম্যাচের হাইলাইটস দেখেছি, জর্ডান খুব পাওয়ারফুল দল। প্রথম ম্যাচ আমাদের জর্ডানের সঙ্গে। আগে ওই দুই দলের খেলা হলে তাদের দেখে নিতে পারতাম।’ 

 

সাইফুল বারী টিটু আরও বলেন, ‘আমাদের উন্নতি যেমন হয়েছে, তেমনি জর্ডানেরও উন্নতি হয়েছে। এক সময় মালদ্বীপ আমাদের সামনে দাঁড়াতে পারত না, কিন্তু তারা এখন ভালো খেলছে। বর্তমান সময়ের পরিস্থিতি দেখেই বিচার করতে হবে। তবে আমাদের মেয়েরাও শক্তিশালী।’ 

 

বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ১৩ অক্টোবর, স্বাগতিক জর্ডানের বিপক্ষে। তার ৪ দিন পর বাংলাদেশ খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে। বাছাইকে উঠতি মেয়েদের জন্য শিক্ষণীয় টুর্নামেন্ট মানছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান কিরণ। 

 

আরও পড়ুন: স্পেনের স্কোয়াডে ইয়ামাল, বার্সেলোনা চোটের কথা জানানোর পর দলে পরিবর্তন

 

তিনি বলেন, ‘আগে যে দুইটা দল (সিনিয়র ও অনূর্ধ্ব-২০) কোয়ালিফাই করেছে, তারা লম্বা সময় অনুশীলন করে সাফল্য পেয়েছে। কিন্তু এদের সেভাবে ট্রেনিং করাতে পারিনি। এটা ওদের জন্য শিক্ষণীয় টুর্নামেন্ট। তবে আমাদের প্রত্যাশা থাকাবে ওরা কোয়ালিফাই করে আসুক। তাহলে ওই দুইটা টিমের মতো এদের জন্য সেভাবে সুযোগ সুবিধা করে দেওয়া হবে।’

 

দুবাইয়ে দুই ম্যাচের অভিজ্ঞতা জর্ডানে কাজে লাগাতে চান দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। সর্বশেষ সাফে ভালো খেলেছি। দুবাইয়ে শিখবো, সেটা জর্ডানে কাজে লাগাবো।’

]]>
সম্পূর্ণ পড়ুন