জমি নিয়ে বিরোধ, ফুপাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই নিহত

২ সপ্তাহ আগে
রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফুপাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই নিহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহতের নাম জিশু আলী এবং ঘাতক ফুপাতো ভাই বাবর আলী।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি নিয়ে পাইটখালি গ্রামের জালাল উদ্দিনের সঙ্গে একই এলাকার রবিউল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যা ৫টার দিকে জালাল উদ্দিনের ছেলে বাবর আলী ও রবিউলের ছেলে জিশু আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবর আলী ছুরিকাঘাত করে জিশুকে গুরুতর জখম করেন।

 

আরও পড়ুন: বিক্ষোভকালে টায়ারে আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ বিএনপি কর্মী

 

আহত অবস্থায় স্থানীয়রা জিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

এদিকে হত্যাকাণ্ডের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘাতক বাবর আলীকে আটক করেছে চারঘাট থানা পুলিশ।

 

নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এ বিষয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। সেই বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবর আলীকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন