বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া ছাত্রদল নেতারা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান।
বহিষ্কার প্রত্যাহার হওয়া শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আবু হেনা মুরসালিন ও বাংলা বিভাগের শিক্ষার্থী ইমরান হাসান ইমান।
আরও পড়ুন: জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: মামলা থেকে সহকারী প্রক্টরকে অব্যাহতি
অফিস আদেশে বলা হয়, ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগ ও শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে অনাকাঙ্খিত ঘটনায় শিক্ষার্থীদের আবেদন ও অভিযোগকারী শিক্ষকদ্বয়ের সুপারিশের প্রেক্ষিতে এবং যে কমিটির প্রস্তাবে শাস্তি প্রদান করা হয়েছিল সেই কমিটির প্রস্তাব অনুযায়ীই শাস্তি প্রত্যাহার করা হলো।
আরও পড়ুন: জবি ছাত্রদলের ৮ নেতাকে অব্যাহতি
প্রসঙ্গত, গত ১০ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদকে মারধর শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম রক্ষা করতে গেলে তাদেরকে গালিগালাজ ও হামলা করে ছাত্রদলের নেতকর্মীরা। একই সঙ্গে শাখা বাগছাস সভাপতি, মুখ্য সংগঠক ও যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মো. ফয়সাল মুরাদ, ফেরদৌস হাসান এবং ফারুককে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করা হয়।
]]>