মূলত মিরপুরের স্পিন সহায়ক উইকেটের জন্য নতুন ধরনের এই ব্যাটিং অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। স্পিন সহায়ক উইকেট হওয়ায় মিরপুরে বল একটু নিচু হয়ে আসে। তাই এখানে স্পিনারদের বল খেলতে 'গ্রেভিটি লেভেল' কমাতে হবে, অর্থাৎ আরও নিচু হয়ে বল মোকাবেলা করতে হবে। ব্যাট নিচু করে বল মোকাবেলার জন্যই তাই ছোট ব্যাট দিয়ে আজ অনুশীলন করেছে দল।
বাংলাদেশ দলের অনুশীলনের জন্য আনা ছোট এই ব্যাটগুলোর কিছু বিদেশি প্রতিষ্ঠানের। আবার বাংলাদেশের আইসিসি স্বীকৃত ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএসের কাছ থেকেও বিশেষায়িত এই ব্যাট বানিয়ে নেওয়া হয়েছে। এই ব্যাট দিয়ে ব্যাট করা স্বাভাবিক ব্যাটের চেয়ে কঠিন। অনুশীলনে সেই কঠিন কাজটাই মনোযোগ দিয়ে করেছেন সৌম্য, মিরাজ, অঙ্কনরা।
ছোট ব্যাট দিয়ে অনুশীলন করার ব্যাখ্যায় সংবাদ সম্মেলনে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেন, 'ছোট ব্যাটের অর্থ হলো, স্পিনারদের গ্রেভিটি লেভেল অনুযায়ী বল হিট করা। টার্নিং পিচে ফুট ওয়ার্কে আলসেমি থাকলে স্পিনাররা আপনাকে আউট করে ফেলবে। ফ্রন্ট ফুটে খেলুন আর ব্যাক ফুটে আপনার গ্রেভিটি লেভেল হতে হবে লো।'
'বল খেলতে হবে খুব কাছ থেকে, একটু দেরিতে। এ কারণেই ছোট ব্যাট দিয়ে প্র্যাকটিস করা। আপনার ভালো বলে সিঙ্গেল আসা শুরু হলে আমি আপনাকে বাজে বল দিব কারণ ভালো বলেই তো সিঙ্গেল বের করে নিচ্ছেন। এসব কারণে ব্যাপারটা গুরুত্বপূর্ণ', তিনি যোগ করেন।
আরও পড়ুন: মিরপুরের চেয়েও বাজে পিচের নাম জানালেন মুশতাক আহমেদ
ম্যাচ পরিস্থিতির মতো ফিল্ডিং সাজিয়ে আজ অনুশীলন করেছে বাংলাদেশ দল। সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যা মুশতাক বলেন, 'নেট প্র্যাকটিসকে আমরা ম্যাচের পরিবেশের কাছাকাছি নিয়ে আসতে চাই। ব্যাটারদের জন্য মাসল মেমোরি থাকা জরুরী। যাতে ম্যাচে কখন কীভাবে খেলবে এসব নিয়ে ভালো ধারণা তৈরি হয়। সিমন্স ঐ অনুযায়ী প্র্যাকটিস করাচ্ছে। কখন সিঙ্গেল নিতে হবে, কখন ডাবল। সে অনুযায়ী ফিল্ড পজিশন সাজাচ্ছে। এ কারণেই প্র্যাকটিস সেশন ম্যাচের মতো ছিল।'
মিরপুরের উইকেটে খেলার জন্য বিশেষ টোটকাও দিয়েছেন মুশতাক, 'এমন উইকেটে ফিল্ড পজিশনে খুব স্মার্ট হতে হবে। ব্যাটার ফ্রন্টফুট নাকি ব্যাকফুট এসবের ওপর অনেক কিছু নির্ভর করে। আপনি কোন গতিতে বল করছেন, ৭৫ নাকি ৯০+, কোচ সবার ব্যাপারে তথ্য দিচ্ছে আর খেলোয়াড়রা তা কাজে লাগানোর চেষ্টা করছে।'

২ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·