২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি। আর ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি।
এর পরের দুদিন শুক্র ও শনিবার (৪ অক্টোবর) নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন। সব মিলিয়ে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
আরও পড়ুন: এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে: উপদেষ্টা ফারুকী
উল্লেখ্য, চাকরিজীবীরা এ বছর সবচেয়ে দীর্ঘ ছুটি কাটিয়েছেন দুই ঈদে। ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন এবং ঈদুল আজহায় ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটান তারা।
কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত কিছু জরুরি কাজ থাকে। ফলে অবকাশ যাপনের সুযোগ পাওয়া যায় না। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি পেলে কোথাও ভ্রমণে যাওয়া যায় বা কোনো পরিকল্পনা করা যায়। তাই এমন সুযোগের অপেক্ষায় থাকেন বহু মানুষ।