ছাত্র-জনতার বিপ্লব নস্যাৎ করতে সাম্প্রদায়িকতার কার্ড খেলছে কুচক্রী মহল

১ সপ্তাহে আগে
ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িকতার কার্ড খেলার পাঁয়তারা করছে। তারা দেশের অভ্যন্তরে ও বিদেশে অবস্থান করে চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২০ অক্টোবর) সকালে খুলনার ফুলতলা উপজেলা কার্যালয়ে মতবিনিময় সভায় গোলাম পরওয়ার এ মন্তব্য করেন।


দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিজেদের অপকর্মের দায় রাজনৈতিক দলের ওপর চাপানোর পর এখন দেশবাসীর ওপর দায় চাপানোর চেষ্টা চলছে, যা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।’
 

মিয়া গোলাম পরওয়ার ছাত্রসমাজের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘আমাদের সন্তানরা দেশের জন্য যে ভূমিকা রাখছে, তা আগামীর বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আশাব্যঞ্জক। ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে ইসলামী ছাত্রশিবিরকে তাদের পাশে থাকার আহ্বান জানাই।’


আরও পড়ুন: পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানোর আহ্বান গোলাম পরওয়ারের


মাগরিবের নামাজের পর খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা বাজারে জামায়াতের কার্যালয় উদ্বোধন করেন মিয়া গোলাম পরওয়ার।


অবসরপ্রাপ্ত এসআই মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন: জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইউসুফ ফকিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আরও পড়ুন: চোর-চাঁদাবাজদের যারা প্রার্থী করতে চায়, তারাই পিআরের বিরোধিতা করছে: গোলাম পরওয়ার


সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের খুলনা জেলা উত্তর সভাপতি ইউসুফ ফকির এবং সঞ্চালনা করেন এইচআরডি সম্পাদক হোসাইন আহম্মদ।


মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন: জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও অধ্যক্ষ গাউসুল আজম হাদী। এরপর চাকুন্দিয়া বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

]]>
সম্পূর্ণ পড়ুন