বৃহস্পতিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে জমতে থাকে অংশগ্রহণকারীদের ভিড়। ‘চোখের যত্ন সবার জন্য, সর্বত্র’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দৌড়াতে ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে ৫ কিলোমিটার দীর্ঘ এই দৌড় শুরু হয় পার্ক থেকে, শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার ফিরে আসে সূচনাস্থলে।
দৌড়ে অংশ নেন স্কুল-কলেজের কিশোর-কিশোরী, তরুণ-তরুণী এবং বিশেষ চাহিদাসম্পন্ন অংশগ্রহণকারীরাও। আয়োজকদের তথ্য অনুযায়ী, ৮৫৭ জন ছেলে, ২৪৭ জন মেয়ে এবং ১০৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর-কিশোরী এই ম্যারাথনে অংশ নেয়।
আরও পড়ুন: নদী ভাঙনে বদলে যাচ্ছে দাগনভূঞার মানচিত্র, ম্যারাথন মানববন্ধনে প্রতিবাদ
আয়োজকরা জানান, বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চক্ষু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও দৃষ্টিশক্তির যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আলোকিত ভবিষ্যতের পথে এক প্রতিশ্রুতিশীল দৌড়। আয়োজনে ছিলো বিনামূল্যে চোখের পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থাও।
ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, চোখের যত্নে অবহেলা করলে সামান্য সমস্যা বড় বিপদ ডেকে আনতে পারে। এই আয়োজনের লক্ষ্যই মানুষকে তা বোঝানো।
প্রতিষ্ঠানটির সমন্বয়কারী শরীফুজ্জামান পরাগ বলেন, মিনি ম্যারাথনের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সচেতন করা। প্রতি বছরই দৃষ্টি দিবসে এমন আয়োজন করে থাকি। সেই ধারাবাহিকতায় এবারো এই আয়োজন। এবার বিশেষত্ব হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্নরাও এতে অংশ নিয়েছে।
আরও পড়ুন: পরিবার নিয়ে হাতিরঝিলে ম্যারাথন, শিশুসহ ছিলেন ১৫০০ দৌড়বিদ
ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে মেডেল ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেককে সনদ বিতরণ করা হয়।