মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ানের আমিরপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন মণ্ডল সদর উপজেলার আমিরপুর গ্রামের আরমান মণ্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ি পুলিশের ইনচার্জ জগদীশ চন্দ্র বসু জানান, মঙ্গলবার বিকেলে জীবন মণ্ডল বাড়ি থেকে মোটরসাইকেলে বোয়ালমারি গ্রামের দিকে যাচ্ছিল। এসময় আমিরপুর রেলগেট অতিক্রম করে রেললাইনের ওপর মোটরসাইকেল নিয়ে উঠে পড়লে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রুপসা ডাউন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে রেললাইনে মৃত্যুর মিছিল, দেড় বছরে নিহত ২৪৪
তিনি আরও জানান, ট্রেনে কেটে মৃত্যুর ঘটনায় গ্রামবাসী আমিরপুর রেলগেটে গেটম্যানের দাবিতে রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করে।