বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তুষার নাপিতখালী গ্রামের মহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
আরও পড়ুন: শিবচরে পানিতে ডুবে প্রাণ গেল শিশু ও বৃদ্ধের
স্থানীয়রা জানায়, তুষার বুধবার দুপুরে বাড়ির সামনে পাঁকা রাস্তার ওপরে খেলা করছিল। বলটি রাস্তার উপর চলে গেলে কুড়িয়ে আনতে যায় সে। এ সময় ব্যাটারি চালিত একটি ইজিবাইক তুষারকে ধাক্কা দেয়।
এতে মাথায় আঘাত লেগে তুষার গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
]]>