সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক ও স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ আগস্ট রাতে মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা রাত ১টার দিকে কক্ষ পরিদর্শনে গেলে এন-৫১২ নম্বর রুমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১০ জন শিক্ষার্থীকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৯ জন শিক্ষার্থীকে হয়রানি করতে দেখে। এ ঘটনার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়।
আরও পড়ুন: জবিতে র্যাগিংয়ের অভিযোগে ৩ শিক্ষার্থী বহিষ্কার
অভিযুক্তদের আগামী ৩ সেপ্টেম্বর বিকাল ৩টার মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে। একই দিন তারা ব্যক্তিগত শুনানিতে অংশ নিয়ে নিজেদের স্বপক্ষে বক্তব্য প্রদানের সুযোগ পাবেন।
এ বিষয়ে ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক ড. মো. মাহবুবুল আলম বলেন, ‘এটা একটি চলমান প্রক্রিয়া। শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে এবং লিখিত জবাবও চাওয়া হয়েছে। শুনানিতে তাদের বক্তব্য শোনার পর প্রয়োজনে তদন্ত চালানো হবে। এরপর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
]]>