চিন্ময় দাসের মুক্তি নিয়ে শেখ হাসিনার বার্তা কুমিরের কান্না: রিজভী

৪ সপ্তাহ আগে
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে রক্ষা করার জন্য, দেশে ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের হিন্দু-মুসলমানের মধ্যে থাকা দীর্ঘদিনের ভ্রাতৃত্বের ঐতিহ্যকে বিনষ্ট করছে ভারত। তারা কত ধরনের চক্রান্তের মধ্যে জড়িত আছেন তা অজানা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ছাত্রদল আয়োজিত `ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫; জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান' গ্রন্থের মোড়ক উন্মোচন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রুহুল কবির রিজভী বলেন, ‘ভারত অস্থির হয়ে গেছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে। তারা চাইছে অরাজকতা করতে, লুটপাট করতে।’

 

তিনি আরও বলেন, ‘ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি নিয়ে শেখ হাসিনার বার্তা কুমিরের কান্না। এই কান্না করে কী উপহার পাবেন শেখ হাসিনা?’

 

আরও পড়ুন: বড়াইগ্রামে আওয়ামী লীগ কর্মীকে পেটানোর ঘটনা বেআইনি ও সন্ত্রাসী কাজ: রিজভী

 

ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশী নাগরিক। তার বিচার করবে দেশের আদালত। তা নিয়ে ভারতের এতো আগ্রহ কেন?’

 

তিনি বলেন, ‘পিন্ডির কাছে জয়ী হয়ে দিল্লির কাছে মাথা নত করবে না বাংলাদেশ।’


আরও পড়ুন: শেখ মুজিবের ছবি সরানো সঠিক সিদ্ধান্ত: রিজভী

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. এম রফিকুল ইসলাম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাছানাত আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী প্রমুখ।
 

]]>
সম্পূর্ণ পড়ুন