চায়ের চুলা থেকে আগুন ছড়িয়ে পুড়ল বাজারের ১৬ দোকান

১ সপ্তাহে আগে
নোয়াখালী সদর উপজেলায় চায়ের চুলার আগুন ছড়িয়ে একটি বাজারের ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২২ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে।

 

স্থানীয়রা জানায়, রাত পৌনে ১টার দিকে হঠাৎ হোরন নামে এক ব্যক্তির চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

 

আরও পড়ুন: সুন্দরবনে আগুন লেগেছে আজ, নেভানোর কাজ শুরু হবে কাল!

 

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এর আগেই একটি কাপড় দোকান, তিনটি চায়ের দোকান, একটি মুরগির দোকান, তিনটি মুদি দোকানসহ অন্তত ১৬টি দোকান পুড়ে যায়।

 

মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন