মঙ্গলবার (৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
এতে বলা হয়, মঙ্গলবার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে চালের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে।
ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদফতরের ১১ জন কর্মকর্তার নেতৃত্বে ১১টি টিম ঢাকা মহানগরীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, বাবুবাজার, মিরপুর-৬, শাহ আলী, মিরপুর ২, আগারগাঁও তালতলা বাজার, উত্তরায় বিডিআর বাজার, জহুরা মার্কেটে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে।
আরও পড়ুন: চাল নিয়ে চলছে চালবাজি, কী বলছে ক্যাব?
বাজার তদারকিতে ঢাকা মহানগরীতে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য ১৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এছাড়া দেশের ৪২টি জেলায় অধিদফতরের মোট ৬৩টি টিম একযোগে বাজারে অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে মোট ১১৩টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা-অধিকার রক্ষায় অধিদফতরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।