রোববার (১৯ অক্টোবর) রাতে তিনি বলেন, গেজেট প্রকাশিত হওয়ার পর মোটামুটি নির্বাচন কমিশনের কাজ শেষ। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্ভবত বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করবে। পরবর্তীতে প্রতিটি হল তাদের প্রভোস্ট কর্তৃক হল সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ পরিচালনা করবে।
আরও পড়ুন: ‘চাকসু নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে’, কমিশনকে ধন্যবাদ জানাল ছাত্রদল
গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল ঘোষণা করা হয়। যেখানে চাকসুর ভিপি, জিএসসহ ২৬টি পদের ২৪টিতেই বিজয় অর্জন করে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। চাকসুর ১৪টি হলের ফলাফল অনুযায়ী, ভিপি পদে ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইব্রাহিম হোসেন রনি। জিএস পদে  ৮ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাঈদ বিন হাবিব। এজিএস পদে ৭ হাজার ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক।
 

                        ২ সপ্তাহ আগে
                        ৬
                    







                        Bengali (BD)  ·       
                        English (US)  ·