সোমবার (১৮ আগস্ট) সকালে রাজবাড়ীর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলি আদালতে মামলাটি দায়ের করেন প্রবাসী মাসুম শেখের স্ত্রী উপসহকারী কৃষি কর্মকর্তা পলি আক্তার। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।
মামলার আসামিরা হলেন- বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নু এবং তার দুই ছেলে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার শফিউল আজম শিবলু ও খোন্দকার শোভন আরেফিন, বালিয়াকান্দির পশ্চিমপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে নাজমুল হাসান বিপুল, উত্তরপাড়ার আশরাফ শেখের ছেলে সাহেল শেখ, কুন্ডুপাড়ার মৃত নুরু বিশ্বাসের ছেলে নান্নু বিশ্বাস, শালমারা গ্রামের মকবুল খানের ছেলে মহসিন খান ও রায়পুর গ্রামের নারান দাসের ছেলে উজ্জ্বল দাস।
বালিয়াকান্দি গ্রামের মৃত আ. সামাদ শেখের ছেলে প্রবাসী মাসুম শেখ অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে তিনি ইতালি চাকরি করেন। প্রতিবছর তিনি বাড়িতে বেড়াতে আসেন। সম্প্রতি তিনি ইতালি থেকে বাড়িতে এলে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু এবং তার ছেলে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার শফিউল আজম শিবলু। চাঁদা না দেয়ায় চুন্নু ও শিবলু তাদের সহযোগীদের নিয়ে গত ১৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে বালিয়াকান্দি হাসপাতাল রোডে তাকে একা পেয়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে এবং লোহার রড ও হাতুড়ি দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর জখম করে। এরপর তাকে আওয়ামী লীগ সমর্থিত বলে মিথ্যা অপবাদ দিয়ে বালিয়াকান্দি থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর থানায় নিয়ে আটকে রাখে। একপর্যায়ে চাঁদা না দেয়ায় তাকে মারধরের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে পুলিশ তাকে ছেড়ে দেয়। তিনি থানায় মামলা করতে চাইলে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয়।
আরও পড়ুন: নৌপথে সুনামগঞ্জ থেকে ঢাকায় মাল আনতে দিতে হয় ১০ বার চাঁদা!
এছাড়া তিনি প্রবাসে থাকায় খোন্দকার শফিউল আজম শিবলু তার স্ত্রীকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে আসছে বলেও অভিযোগ করেন মাসুম।
এদিকে, মাসুমের স্ত্রীর দায়ের কথা মামলাটি আমলে নিয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, আদালতের নির্দেশনার কপি এখনো হাতে পাইনি। পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর চাঁদাবাজি মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নুকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, মশিউল আজম চুন্নু আমাদের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর চাঁদাবাজি মামলায় গ্রেফতারের পর আমরা বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে অবগত করেছিলাম। আজকের মামলার বিষয়টিও আমরা কেন্দ্রে অবগত করব।
]]>