শনিবার (০৪ অক্টোবর) আইনশৃঙ্খলা বাহিনীর আয়োজনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ১১ সিগন্যাল ব্যাটালিয়নের মেজর সাহিদ আহসান জানান, ৩ থেকে ৪ মাস ধরে মোহাম্মদপুরের পিচ্চি পিন্টু ও তার গ্রুপ আলী পরিবহনের কাছে চাঁদা দাবি করে আসছিলেন তারা। চাঁদা না দেয়াতেই এ ঘটনা ঘটিয়েছেন তারা।
তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধার এবং এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান আছে।
এ ঘটনায় সেনাবাহিনী দুজনকে আটক করার পর সংবাদ সম্মেলনে উঠে আসে বিস্তারিত তথ্য। বাসে গুলি বর্ষণকারী ব্যক্তি পুরো ঘটনায় কিলার আব্বাসের সাথে দ্বন্দ্বের কথা বললেও সেনাবাহিনী এখন পর্যন্ত এর সত্যতা পায়নি বলে জানিয়েছে।
আরও পড়ুন: মিরপুরে যাত্রীদের নামিয়ে বাসে আগুন-গুলি
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, চার ব্যক্তি মেট্রোরেলের ২৬৬নং পিলারের কাছে আলিফ পরিবহনের একটি বাসটিকে দাড় করায়। বাস থেকে সব যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেন তারা। এ সময় দুই রাউন্ড গুলিও ছোড়া হয়।
২৪ ঘণ্টা পার হওয়ার আগেই এদের মধ্যে নেছারসহ অপর আরেক ব্যক্তিকে গ্রেফতার করে সেনাবাহিনী। তবে গ্রেফতারকৃত অপর ব্যক্তি দিপু ঘটনাস্থলে ছিলেন না বলেও জানানো হয়।
গ্রেফতারকৃত নেছার জানান, চাকরি দেয়ার কথা বলে তা না দেয়ায় ক্ষোভের বশবর্তী হয়ে একাজ ঘটিয়েছেন তারা।
]]>