শনিবার (২২ মার্চ) রাতে শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমির পাশে, পদ্মা ওয়েল ডিপোর বিপরীত পাশের একটি পুকুরপাড় থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মাজহারুল হক সুমনের নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঈদযাত্রায় প্রতিদিন চট্টগ্রাম ছাড়বে ১৬টি আন্তঃনগর ট্রেন
তিনি জানান, পরিত্যক্ত অবস্থায় দুটি পাইপগান ও ১৪ রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। এগুলোর মধ্যে ১০টি সীসা কার্তুজ ও ৪টি রাবার বুলেট রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রোববার সকালে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তবে এগুলো কে বা কারা ফেলে গেছে, সে বিষয়ে তদন্ত চলছে।
]]>