বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফ মোহাম্মদ রুহুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি গোলাম কিবরিয়া স্বপন, মো. ওমর ফারুক, মো. জসীমউদ্দীন, ইউসুফ পাটওয়ারী, মাসুদ আলম, আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার, সাইফুল ইসলাম, ইয়াছিন মোল্লা, গাজী মো. খোরশেদ আলম, ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দীন গাজী, দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন মজুমদার, অর্থ সম্পাদক বি. এম. রোকনুল ইসলাম, মহিলা সম্পাদক রাবেয়া আক্তার, সহমহিলা সম্পাদক তাহমিনা ও ইয়াছিন আক্তার প্রমুখ।
আরও পড়ুন: ছয় দফা দাবিতে ময়মনসিংহে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
অবস্থান কর্মসূচি চলাকালে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারকে দ্রুত ছয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
তাদের এই দাবিগুলোর মধ্যে রয়েছে: নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ এবং ১৪তম গ্রেড প্রদান। ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা ও ১১তম গ্রেডে উন্নীতকরণ। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা। একই সঙ্গে অভিজ্ঞতার ভিত্তিতে পুরাতন নিয়োগপ্রাপ্তদের স্নাতক স্কেলে আত্তীকরণ। টাইম স্কেল/উচ্চতর গ্রেডপ্রাপ্তদের পুনঃনির্ধারিত স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। সব পর্যায়ে ন্যায্য পদোন্নতি ও স্বীকৃতি নিশ্চিত করা।
বক্তারা আরও বলেন, এর আগে গত ২৫ ও ২৬ মে ঢাকায় এবং ২৪ জুন উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ স্বাস্থ্য বিভাগের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
জেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি চলাকালে চাঁদপুরের ৮টি উপজেলা থেকে তিন শতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন।