বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানার পুলিশ জানায়, সাগর সাহা মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জ থেকে রামগঞ্জ যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় সাগর সাহাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা সঞ্জয় সাহা জানান, রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পর ছেলে মোটরসাইকেল নিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। এসময় দুর্ঘটনার শিকার হয় সে। এই কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
আরও পড়ুন: পুলিশের জালে ১৪ মামলার পলাতক আসামি
স্বজন ডলি রানী সাহা জানান, সাগরের বাবা সঞ্জয় সাহা স্থানীয় স্বর্ণালংকার ব্যবসায়ী। দুই ভাইয়ের মধ্যে সাগর ছোট। বড় ভাই প্রবাসে থাকায় সাগর বাবার সঙ্গে ব্যবসা দেখাশোনা করতেন। ছেলেকে হারিয়ে মা লক্ষ্মী রানী সাহা বারবার মূর্ছা যাচ্ছেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
]]>