চা পানের লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেফতার

২ সপ্তাহ আগে
গাজীপুরের শ্রীপুরে চা পানের লোভ দেখিয়ে বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষ‌ণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বলারাম দাস (৫০) নামে অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে পু‌লিশ।

রোববার (১৯ অক্টোবর) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দ‌ুল বা‌রিক এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ধর্ষণের বিষয়‌টি জানার সঙ্গে সঙ্গে থানায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন: গাইবান্ধায় ৮০ বছরের বৃদ্ধাকে হাত-মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ


এর আগে গত শুক্রবার (১৭ অক্টোবর) গাজীপুরের শ্রীপুরে এ ঘটনা ঘটে।


পু‌লিশ ও মামলার সূত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী ওই শিশুর বয়স ৯ বছর। ওই শিশুটির বাবা পাশের বাজারে সেলুনে কাজ করেন ও মা পোশাক কারখানায় চাকরি করেন।


আরও পড়ুন: শিশুকে ভয় দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবদল নেতা গ্রেফতার


গত শুক্রবার সকালে ওই শিশুর বাবা ও মা নিজ নিজ কাজে চলে যান। স্কুল বন্ধ থাকায় শিশু বাসায় একাই ছিলো। এ সময় চা পানের লোভ দে‌খিয়ে পাশের কক্ষের ভাড়া‌টিয়া বলারাম দাস তাকে ডেকে নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করে। এতে অতিরিক্ত রক্তক্ষ‌ণের কারণে শিশু‌টি অসুস্থ হয়ে পড়ে। বা‌ড়ি ফিরে শিশুর মায়ের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে ধর্ষণের বিষয়ে নি‌শ্চিত হন।


পরে শিশুর বাবা বাদী হ‌য়ে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পু‌লিশ বলারাম দাসকে ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন