আইন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন 'সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস)' এর উদ্যোগে আগামী ১১ ও ১২ জুলাই আয়োজিত হতে যাচ্ছে এই অলিম্পিয়াডটি।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপার্সন তাফহিম উল ইসলাম, জেনারেল সেক্রেটারি নূর হোসেন বৈশাখ, নির্বাহী সদস্য সৌরভ চৌধুরী ও নির্বাহী সদস্য ইস্মিতা আজিম।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নেবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ৩০ টিরও বেশি বিশ্ববিদ্যালয় হতে ৪০টি টিম। যেখানে বাছাই পর্বে মোট ৭০টি টিম অংশগ্রহণ করেছিল।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানায়, প্রতিযোগিতাটি পিক্টোরিয়াল প্লী রাউন্ড, রেবেলিয়াস স্পিরিট রাউন্ড, ক্রিটিক্যাল আই রাউন্ড, রিফর্ম এসেম্বলি রাউন্ড ও সিম্পোজিয়াম রাউন্ড পর্বে অনুষ্ঠিত হবে। প্রতিটি রাউন্ডে অংশগ্রহণকারীরা পরিবেশ ও ন্যায়বিচার বিষয়ক আইনি বিশ্লেষণ, যুক্তি ও বিতর্কের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শন করবে।
আরও পড়ুন: চবি শিক্ষার্থীদের দাবির মুখে কুশল চক্রবর্তীর পদোন্নতির বোর্ড বাতিল
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. আহসানুল করিম।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন।