বুধবার (৬ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ পথনাটক প্রদর্শন করা হয়, যাতে অংশ নেন নাট্যকলা ও সংগীত বিভাগের ১০ জন শিক্ষার্থী।
এ সময় শিক্ষার্থীরা নাটকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট, শাটল ট্রেনের দীর্ঘদিনের ভোগান্তি, চাকসু নির্বাচন না হওয়া, অনাবাসিক শিক্ষার্থীদের আশপাশে বাসা ও কটেজে অতিরিক্ত ভাড়া, মানসম্পন্ন গবেষণা কেন্দ্রের অভাব এবং খাবারের নিম্নমান এসব দীর্ঘস্থায়ী সমস্যা তুলে ধরেন। পাশাপাশি, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ‘আবাসন ভাতা’ চালুর দাবিও নাটকের মাধ্যমে উত্থাপন করেন তারা।
নাটকে অংশ নেওয়া নাট্যকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাহামুদুল ইসলাম বাঁধন বলেন, ‘আমরা যেহেতু নাট্যকলা বিভাগের শিক্ষার্থী, আমাদের প্রতিবাদের ভাষাও স্বাভাবিকভাবে নাটক। ক্যাম্পাসে চাকসু নির্বাচন না হওয়া, গুপ্ত হামলার মতো ঘটনা, আবাসন সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের মনে হয়েছে নাটকের মাধ্যমে উপস্থাপন করাই সবচেয়ে উপযুক্ত।’
আরও পড়ুন: চবিতে রাত ১০ টার পর বাইরে থাকলে আবাসিক ছাত্রীদের সিট বাতিলের হুমকি
২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. উলফাতুর রহমান রাকিব বলেন, ‘জুলাইয়ের পর এই প্রশাসন যখন দায়িত্ব নেয়, তখন আমাদের অনেক আশা জাগিয়েছিল। কিন্তু সময় গড়িয়ে গেলেও আমরা কোনো প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখিনি। শুধু আশার কথা শুনিয়েই থেমে গেছে তারা। সেই হতাশা ও ক্ষোভ থেকেই আজকের এই প্রতিবাদী নাটকের আয়োজন।’
]]>