চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি পারভেজ

২ সপ্তাহ আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে সভাপতি হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পারভেজ।

মঙ্গলবার (৮ জুলাই) নগরের চকবাজারে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এ কমিটি গঠন করা হয়। 

 

এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। তিনি নবনির্বাচিতদের সাংগঠনিক শপথ পাঠ করান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান।

 

আরও পড়ুন: অন্ধকারে উদ্ধার কার্যক্রম স্থগিত, এখনও নিখোঁজ চবির দুই শিক্ষার্থী

 

শিবির জানায়, কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণের মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়। পরে সভাপতি মোহাম্মদ আলী সদস্যদের মতামতের ভিত্তিতে মোহাম্মদ পারভেজকে সেক্রেটারি মনোনীত করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন