এতে চ্যাম্পিয়ন হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রানার্স-আপ হয়েছে
ফেনী বিশ্ববিদ্যালয়।
শুক্রবার ও শনিবার (১২ ও ১৩ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের দৈনিক আজাদী অফিসে। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চট্টগ্রাম বিভাগের ১৮টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ক্লাব। বিতর্ক উৎসবটি ট্যাব ফরম্যাটের বাংলা সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচার কার্য সম্পাদন করেন দেশের শীর্ষ ১৮ জন এডজুডিকেটর এবং ১০ জন আমন্ত্রিত বিচারক। এছাড়া সারা বাংলাদেশ থেকে উপস্থিত তরুণ বিতার্কিকরা বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে অর্জন করেন মূল্যায়নের অভিজ্ঞতা। দুই দিনের এ আয়োজনে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন জাহিন আল জামিল, লাবিব রহমান, আদিল রায়হান এবং তৌসিফ আহমেদ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
প্রফেসর এস.এম নসরুল কাদির।
আরও পড়ুন: চবিতে ৭ দাবিতে শিক্ষার্থীদের অনশন, ৫২ ঘণ্টা পর স্থগিত
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউডিএসের উপদেষ্টা এবং মডারেটররা।
এবারের আয়োজনের আহ্বায়ক ছিলেন সিইউডিএস-এর ক্যাম্পাস অ্যাফেয়ার্স সেক্রেটারি আফিফা নওরিন সামিহা। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ফাইন্যান্স সেক্রেটারি ওয়াসিফ আর রহমান, যুগ্ম সম্পাদক রাতুল শেখ ও অফিস অ্যান্ড লজিস্টিকস সেক্রেটারি সিফাতুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ সভাপতি আহেলী আযমান এবং অনুষ্ঠানের আহ্বায়ক আফিফা নওরিন সামিহা।