চট্টগ্রামে ইয়াবা কারবারের দায়ে রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

৪ দিন আগে
চট্টগ্রামে ইয়াবা কারবারে জড়িত থাকার দায়ে মো. ইউসুফ (৩৫) নামে এক রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ অক্টোবর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন।

সাজাপ্রাপ্ত মো. ইউসুফ মিয়ানমারের সালামত উল্লাহর ছেলে। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পুরাতন রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন।


এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ‘আট সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো.ইউসুফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।’


আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে ভারতে পাচারের পর মৃত্যু: যুবকের যাবজ্জীবন


তিনি জানান, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. সেলিম হোসেন নামে অপর আরেক আসামিকে খালাস দেয়া হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন