চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে মালামাল চুরি সময় যুবক গ্রেফতার

৩ সপ্তাহ আগে
চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ এলাকার ১৩ নম্বর শেডে কনটেইনার থেকে মালামাল চুরির সময় মো. সাইফুল ইসলাম রুবেল (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে বন্দরের নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে কনটেইনারের সিল ভেঙে চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি।


জানা যায়, ১৩ নম্বর শেডে আনস্টাফিংয়ের জন্য অপেক্ষমাণ একটি কনটেইনারের সিল ভেঙে রুবেল মালামাল চুরির চেষ্টা করছিলেন। ঘটনাটি বন্দরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে।


তার কাছ থেকে কাপড়ের সাতটি রোল, চার পিস ইয়াবা ও একটি খোলা ট্রাক জব্দ করা হয়।


আরও পড়ুন: ৪৮ ঘণ্টার হরতালে স্থবির মোংলা বন্দর, আটকে আছে শতাধিক নৌযান


এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, রুবেল কনটেইনারের সিল ভেঙে মালামাল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে। তার কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ট্রাকটি তার নিজের এবং একটি প্রতিষ্ঠানের শিট কয়েল পরিবহনের কাজে বন্দরে প্রবেশ করেছিল। সুযোগ পেয়ে সে চুরির চেষ্টা করছিল। রুবেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বন্দর সচিব।

]]>
সম্পূর্ণ পড়ুন