ঘোড়াঘাট সড়কে চেকপোস্ট বসিয়ে রাতভর সেনাবাহিনীর তল্লাশি

১ সপ্তাহে আগে
দিনাজপুরের ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস,ট্রাক ও পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতভর পৌরশহরের আজাদমোড়ে এ কার্যক্রম চালানো হয়। এ অভিযানের নেতৃত্ব দেন ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মেজর নূর এ আলম শহীদ ফারাবী।


সরেজমিন দেখা যায়, পৌরশহরের আজাদমোড় পয়েন্টে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছে। এসময় রাত দুইটা থেকে শুরু করে ভোর পাঁচটা পর্যন্ত শতাধিক যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা যায়। মোটরসাইকেল, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, পিক-আপ গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই ছাড়াও ভেতরে অবৈধ কোনো কিছু আছে কিনা সেটাও তল্লাশি করতে দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদের।

আরও পড়ুন: ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে সেনাবাহিনীর বক্তব্য

এ বিষয়ে ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মেজর নূর-এ আলম শহীদ ফারাবী জানান, আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা এড়াতে জননিরাপত্তায় সেনাবাহিনী মাঠ পর্যায়ে চেকপোস্ট বসিয়ে কাজ করছে। এছাড়া মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ তৎপরতা ঠেকাতেও সেনাবাহিনী কাজ করছে। জননিরাপত্তার স্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চলমান থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন