ঘূর্ণিঝড় ‘মোন্থার’ প্রভাবে খুলনায় বৃষ্টি, আগামীকালও বৃষ্টির সম্ভাবনা

৩ সপ্তাহ আগে
ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হেনে দুর্বল হয়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’। ঘূর্ণিঝড়টি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়ে অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনায় বুধবার (২৯ অক্টোবরর) দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং দুপুরের পর থেকে শুরু হয় থেমে থেমে বৃষ্টি।

খুলনা শহর ও আশপাশের এলাকায় দুপুরের পর থেকে থেমে থেমে বৃষ্টি হয়, সেই সঙ্গে দমকা হাওয়াও বয়ে যায়।


খুলনা আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে খুলনা বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে, বুধবার বিকেল পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।


খুলনা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মিজানুর রহমান সময় সংবাদকে বলেন, 'ঘূর্ণিঝড় ‘মোন্থা’ বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হচ্ছে। তবে এর প্রভাবে খুলনা ও আশপাশের এলাকায় আজ রাত পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আগামীকাল বৃহস্পতিবারও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।'


আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি (ক্রমিক–১২) অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। ইতোমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সকল সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।


আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোন্থা: সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত


খুলনার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন পর টানা বৃষ্টিতে কিছুটা গরম থেকে স্বস্তি মিলেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনাসহ দক্ষিণাঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি চলবে এবং শুক্রবার থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন