গ্রাহকদের স্বর্ণ আত্মসাৎ করতে নিজের দোকানেই ডাকাতি করান ব্যবসায়ী!

৩ দিন আগে
মানিকগঞ্জে গ্রাহকদের রক্ষিত স্বর্ণ আত্মসাতের জন্য ‘ডাকাতির নাটক’ সাজানোর অভিযোগে এক ব্যবসায়ীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৪০ ভরি স্বর্ণ।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন এসব তথ্য জানান।

 

তিনি বলেন, গ্রাহকদের স্বর্ণ আত্মসাৎ করারা পরিকল্পনায় এই নাটকটি সাজান দোকানের মালিক শুভ দাস। এ ঘটনায় দোকানের মালিক শুভ দাসসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া প্রায় ৪০ ভরি স্বর্ণসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

 

আরও পড়ুন: স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ টাকা

 

এর আগে গত ৫ অক্টোবর রাতে মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টি এলাকার পান্ডব ভবনে অভি অলংকার নামের একটি দোকানে এই ডাকাতির নাটকটি মঞ্চস্থ করা হয়। সিসিটিভির ফুটেজে ধারণ করা হয় নাট্য চিত্র।

 

মানিকগঞ্জ সদর থানা পুলিশ তদন্তে নেমে ডাকাতির নাটকে অভিনয়কারীদের গ্রেফতার করে রহস্য উদ্ধার করে। এ বিষয়ে সংশ্লিষ্ট আরও একজনকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। মামলাসহ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

]]>
সম্পূর্ণ পড়ুন