বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলা জাকির এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে শতাধিক বিক্ষুব্ধ নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভের একপর্যায়ে মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে যারা হামলা চালিয়েছে, তাদের এখনও গ্রেফতার করা হয়নি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তারা বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই আমরা রাস্তায় নেমেছি। দোষীদের বিচার না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।’
এনসিপির মানিকগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার বলেন, ‘গোপালগঞ্জে আমাদের নেতাকর্মীদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এখনো অনেকে নিখোঁজ। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা দুর্বার আন্দোলনের ঘোষণা দেব।’
পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা এবং যান চলাচল স্বাভাবিক হয়।