গোপালগঞ্জে হামলার ঘটনায় কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ সমাবেশ

৩ সপ্তাহ আগে
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি নেতারা।

বুধবার (১৬ জুন)  বিকেল ছয়টায় শহরের চৌড়হাস মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মজমপুর রেলগেটে এসে সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় নেতারা এনসিপির সমাবেশে নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 


তারা বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের কোন বিচ্ছিন্ন জায়গা নয়। ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে বাংলা ব্লকেট ঘোষণার হুঁশিয়ারি দেন নেতারা।

আরও পড়ুন:এনসিপির সমাবেশ বাতিল, মাদারীপুরে মাইকিং

এসময় উপস্থিত ছিলেন, এনসিপির ভেড়ামারা উপজেলার প্রধান সমন্বয়কারী শোভন আহমেদ, মিরপুর উপজেলার প্রধান সমন্বয়কারী মো. বুলবাল আহমেদ,যুগ্ন সমন্বয়কারী একরামুল হোসেন, কুমারখালীর প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী আলী খান, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল আহমেদ, খোকসার প্রধান সমন্বয়কারী সাজ্জাত হোসেন, কুষ্টিয়া জেলার এনসিপির সমর্থক আলমাস হাসান মামুন, সাজেদুর রহমান বিপুল ও জান্নাতুল ফেরদাউস টনি প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন