বুধবার (১৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসক অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। পরে শহরের প্রধান সড়ক অবরোধ করেন তারা। এ সময় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণ অংশ নেন।
মিছিলকারীরা গোপালগঞ্জে সংঘটিত হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার জন্য এ ধরনের হামলা চালানো হচ্ছে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়ে সাধারণ মানুষের কণ্ঠরোধ করা যাবে না এবং জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকবে।
আরও পড়ুন: নাহিদ-হাসনাতরা এখন খুলনায়
মিছিলটি ডিসি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর নোয়াখালী ব্লকেড কর্মসূচি পালন করেন তারা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সড়ক অবরোধ কর্মসূচি।