বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা থেকে কোটবাড়ী বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ শুরু হলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্লকেড কর্মসূচির নেতৃত্ব দেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মাজহারুল ইসলাম হানিফ।
এ সময় তিনি বলেন, ইন্টেরিম সরকার বিপ্লবের মহানায়কদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে এনসিপি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।
আরও পড়ুন: এনসিপির সমাবেশে হামলা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
এনসিপির নেতাকর্মীরা বলেন, ‘গোপালগঞ্জে এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। উদ্দেশ্য ছিল আতঙ্ক সৃষ্টি করা ও আমাদের গণতান্ত্রিক আন্দোলন দমন করা। এ হামলার পেছনে কারা আছে, তা সবাই জানে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি- হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নাহলে সারা দেশে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
বিক্ষোভের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান, জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংসের জেলা আহ্বায়ক ফজলে এলাহী রুবেল প্রমুখ।