সম্প্রতি মালদ্বীপে বেড়াতে যান পলক। একই সময়ে সৈকত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট দিতে থাকেন ইব্রাহিমও। যদিও কোন সাগরপাড়ে রয়েছেন তা জানাননি তিনি।
আরও পড়ুন: বচ্চন পদবি ‘বাদ’ দিলেন ঐশ্বরিয়া রায়!
তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে বিচ রিসোর্টের দৃশ্য। কোনোটিতে খাবারের, কোনো ছবিতে তার দৃষ্টি শুধুই সমুদ্রের দিকে, আবার কখনও সুইমিং পুলে। শেষ দু’টি ছবিতে তিনি তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। কিন্তু ক্যামেরার পেছনে কে? এ নিয়ে মন্তব্যের ঘরে সবাই লিখছেন পলকের নাম।
একইভাবে ছবি দিয়েছেন পলক। একই জায়গা থেকে ছবি দিয়েছেন দুজনে। পলক একটি ভিডিও পোস্ট করেন, যাতে দেখা যাচ্ছে, হৃদয়ের আকারে মোমবাতি সাজানো। তার মাঝে দুটি চেয়ার। একটিতে বসে রয়েছেন পলক। অন্যটিতে কে রয়েছেন তা প্রকাশ্যে আনেননি। তাই পলক ও ইব্রাহিমের ভক্তরা ধরেই নিয়েছেন তারা বিয়ের পর মালদ্বীপে ঘুরতে গেছেন।
]]>