বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ভাটা গুলোর কার্যক্র বন্ধ করে দেন বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস, এম ফুয়াদ। এসময় পঞ্চগড় জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভাটার চুলায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়। পরে এস্কেভেটর দিয়ে অবৈধ ৪টি ইটভাটা ভেঙে দেয়াসহ সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।
গুঁড়িয়ে দেয়া ভাটাগুলো হলো, মেসার্স এস এ আর ব্রিকস, মেসার্স এম এম এল ব্রিকস, মেসার্স এ এ বি ব্রিকস ও মেসার্স বি বি ব্রিকস।
আরও পড়ুন: খুলনায় ইটভাটা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
জানা গেছে, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে এস এম ফুয়াদ সময় সংবাদকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান। এই অভিযানে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে দেয়াসহ ভাটার বেশ কিছু অংশ গুঁড়িয়ে দেয়া হয়। একই সঙ্গে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে তারা যদি আবারও অবৈধ ভাবে কার্যক্রম শুরু করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: মেহেরপুরে আরও ৭ অবৈধ ইটভাটা বন্ধ
এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।