গাড়ি-বাইকের পাশাপাশি উবার অ্যাপে এবার ডাকা যাবে হেলিকপ্টার!

৩ সপ্তাহ আগে
উবার রাইড-শেয়ারিং পরিষেবা এবার ছুঁতে যাচ্ছে আকাশ! আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অন্তত তা-ই বলছে।

সান ফ্রান্সিসকো-ভিত্তিক কোম্পানিটি সম্প্রতি জানিয়েছে, তারা আগামী বছরের মধ্যেই তাদের প্ল্যাটফর্মে হেলিকপ্টার পরিষেবা চালু করার পরিকল্পনা করছে। 

 

আর এ জন্য, উবার বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশনের সাথে যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

 

জোবি এভিয়েশন হেলিকপ্টার এবং সি-প্লেনে যাত্রী পরিবহনকারী ব্লেড এয়ার মোবিলিটি-কে অধিগ্রহণ করার মাত্র এক মাসেরও কিছু বেশি সময় পর এই ঘোষণা এলো।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে, উবার এবং জোবি জানিয়েছে, পরিষেবাটি একীভূত হয়ে গেলে, যাত্রীরা ‘বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোতে’ সরাসরি উবার অ্যাপের মাধ্যমে ফ্লাইট বুক করতে পারবেন। 

 

আরও পড়ুন: হজযাত্রীদের জন্য চালু হচ্ছে এয়ার ট্যাক্সি

 

জোবির একজন মুখপাত্র সিবিএস মানিওয়াচকে বলেছেন, কোম্পানিটির কাছে এখনও রুট বা খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। তবে বিমানবন্দর সংযোগগুলো গ্রাহকদের কাছে আকর্ষণীয় হবে বলেই মনে করা হচ্ছে।

 

ব্লেডের ওয়েবসাইটে দেখা যায়, এটি ম্যানহাটন এবং নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর অথবা নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ১৯৫ ডলারে ফ্লাইট অফার করে।

 

কোম্পানিগুলোর মতে, গত বছর নিউ ইয়র্ক মেট্রোপলিটন এলাকা এবং দক্ষিণ ইউরোপে ৫০ হাজার যাত্রী পরিবহন করেছে ব্লেড এয়ার।

 

সূত্র: সিবিএস নিউজ

]]>
সম্পূর্ণ পড়ুন