গাজীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা

৩ সপ্তাহ আগে
বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে গাজীপুরে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।

এ উপলক্ষ্যে সোমবার (২৯ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


হাফিজুর রহমান বেলায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন জীবন প্রমুখ।


মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয় ও আরাফাত রহমান কুকু ও দেশ নায়ক তারেক রহমান ও অধ্যাপক এম এ মান্নান স্যার ও রিয়াজ হান্নান শাহ-সহ সকল বিএনপির নেতৃবৃন্দের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।


আরও পড়ুন: ধামরাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


এ সময় বক্তারা বলেন, গাজীপুর মহানগর যুবদল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয় অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই ঐক্য নষ্ট হতে দেয়া যাবে না। এ দল শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রস্তুত।

]]>
সম্পূর্ণ পড়ুন