শনিবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিটি করপোরেশনের তারগাছ এলাকায় এই ঘটনা ঘটে।
মুন্নাফ মালিথা অনন্ত ক্যাজুয়েল কারখানার নিরাপত্তা-কর্মী।
আরও পড়ুন: হরিণ শিকারির গুলিতে চা শ্রমিক নিহত, গ্রেফতার ১১
স্থানীয়রা জানান, অনন্ত ক্যাজুয়েল কারখানার নিরাপত্তাকর্মী মুন্নাফ মালিথাকে বাস চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়।
তবে তার ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা তিনটি গাড়িতে আগুন, কয়েকটি যানবাহন ভাঙচুর ও মহাসড়কে অবরোধ করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কারখানার শ্রমিকদের
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান বলেন, রাতে স্থানীয় অনন্ত ক্যাজুয়াল গার্মেন্টসের একজন নিরাপত্তাকর্মী মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে খবর ছড়ায়। পরে উত্তেজিত শ্রমিকরা কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে। এ সময় মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মো. শাহিন আলম জানান, বাসসহ তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে আগুন নেভাতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা ইট-পাটকেল ছুড়ে তাড়িয়ে দেয়। এতে নিরুপায় হয়ে ফিরে আসতে হয়।