জানা গেছে, ক্ষেতের কচুরিপানা ফেলতে গিয়ে নদীতে পড়ে প্রবল স্রোতে ভেড়ে যান পাঁচজন নারী। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে পরে একজন মারা যান। এ ঘটনায় আরও একজন এখনও নিখোঁজ রয়েছেন।
আড়ালিয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মামুন জানান, রোববার সকালে খিরাটি গ্রামের লিপি আক্তার, বিলকিস বেগম, দীনা সুলতানা, সালমা বেগম ও কচি বেগম বাড়ির পাশের ক্ষেতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে নামেন।
ওই ক্ষেতের পাশ দিয়ে বয়ে গেছে বানার নদী। পরিষ্কার করা কচুরিপানা সেই নদীতে ফেলতে গিয়ে তারা পাঁচজনই নদীতে পড়ে যান। নদীর প্রবল স্রোত তাদেরকে ভাসিয়ে নিয়ে যায়।
আরও পড়ুন: স্কুলের ছাদ পরিষ্কার করতে গিয়ে মৌমাছির কামড়ে আহত ২৫ শিক্ষার্থী
গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে লিপি আক্তার, দীনা সুলতানা, সালমা বেগম ও কচি বেগমকে উদ্ধার করতে সক্ষম করতে হন। এরপর তাদেরকে পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদীর একটি হাসপাতালে নেয়া হয়।
সেখানে চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন। এদিকে এখন পর্যন্ত বিলকিস বেগম নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এবং গ্রামবাসীরা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।
]]>
                        ২ সপ্তাহ আগে
                        ৫
                    







                        Bengali (BD)  ·       
                        English (US)  ·