মঙ্গলবার (৮ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার জৈনাবাজারের পশ্চিম পাশে ধনুয়া গ্রামের হাজী মার্কেট এলাকায় ‘হাজী প্রি-ক্যাডেট স্কুল’ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্র মো. ফেরদৌস (১৪) ওই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ধনুয়া হাজী মার্কেট এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাউসার আহমেদের নেতৃত্বে বহিরাগত একদল ব্যক্তি স্কুলে ঢুকে ফেরদৌসকে অস্ত্রের মুখে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক দেখা দেয়।
আরও পড়ুন: শ্রীপুরে পিকআপের চাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু
এক ঘণ্টা পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এলাকাবাসীর দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। একজনকে আটকও করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
]]>