গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির পরিকল্পনাসহ নতুন প্রস্তাব পেল হামাস

২২ ঘন্টা আগে
হামাস ৬০ দিনের যুদ্ধবিরতি এবং দুই ধাপে জিম্মিদের মুক্তির জন্য একটি নতুন প্রস্তাব পেয়েছে। সোমবার (১৮ আগস্ট) একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

চুক্তি নিয়ে আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি মিশর সফর শুরু করার সময়ই এই প্রস্তাব পেল হামাস।


প্রস্তাবের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি এবং প্রতিটি পর্যায়ে কতজন জিম্মিকে মুক্তি দেয়া হবে তাও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। 

 

আরও পড়ুন:গাজা যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরাইলজুড়ে বিক্ষোভ


নাম প্রকাশ না করার শর্তে একজন ফিলিস্তিনি কর্মকর্তা একটি বার্তা সংস্থাকে জানান, এই প্রস্তাবটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করার জন্য একটি কাঠামোগত চুক্তি। কর্মকর্তা আরও বলেন, হামাস তার নেতৃত্বের মধ্যে এবং অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর নেতাদের সাথে প্রস্তাবটি পর্যালোচনা করার জন্য অভ্যন্তরীণ পরামর্শ করবে।


আন্তর্জাতিক সম্প্রদায় যখন ইসরাইলের আক্রমণাত্মক পদক্ষেপ এবং গাজা শহর দখলের পরিকল্পনা প্রতিহত করার চেষ্টা করছে, তখন নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিল।


অ্যাক্সিওসের প্রতিবেদকের এক্স পোস্ট থেকে জানা যায়, রোববারের আলোচনা সন্তোষজনক ফলাফল না পাওয়ায় আল থানি মিশরে যাচ্ছেন। হামাস প্রতিনিধি এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসির সাথে তার দেখা হওয়ার কথা আছে। 

 

বর্তমান সংঘাতের সময় মিশর এবং কাতার ইসরাইল এবং হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে। 

 

আরও পড়ুন:নেতানিয়াহু নিজেই একটি সমস্যা হয়ে উঠছেন: ডেনমার্কের প্রধানমন্ত্রী

 

দোহায় আয়োজিত সর্বশেষ পরোক্ষ আলোচনার পর এই সফর শুরু হলো। দোহায় কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলার পর ২৫ জুলাই কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছিল।

 

সূত্র: জিও নিউজ
 

]]>
সম্পূর্ণ পড়ুন