স্থানীয়রা জানন, ভুক্তভোগী বৃদ্ধা সাত সন্তানের জননী। তিনি প্রতিদিনের মতো দুপুরে ছাগলকে ঘাস খাওয়নোর জন্য মাঠে যান। এ সময় একই গ্রামের দুই সন্তানের জনক আকবর আলীর পুত্র আইয়ুব আলী (৫০) সুযোগ বুঝে তার হাত-মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
বৃদ্ধার চিৎকারে এলাকাবাসী বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনিত হলে পরে কর্তব্যরত  চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ঘটনার পর থেকে অভিযুক্ত আইয়ুব আলী পলাতক রয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দোষীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

                        ২ সপ্তাহ আগে
                        ৭
                    







                        Bengali (BD)  ·       
                        English (US)  ·