গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

২ সপ্তাহ আগে
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম বন্ধ, সেবার মানোন্নয়নে মানোন্নয়নে ৯ দফা বাস্তবায়ন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মেজবাহ উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। রোববার (১৯ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকার সর্বস্তরের জনগণ।

শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন। তারা বিক্ষোভ মিছিল করে হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করেন।

 

সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম, মো. নিরব হোসেন, মো. নাসুরুল্লাহ নাসু ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পলি আক্তার প্রমুখ। তারা অভিযোগ করেন, হাসপাতালটিতে চিকিৎসক ও নার্সরা রোগীদের অবহেলা ও দুর্ব্যবহার করেন।

 

তারা আরও বলেন, ওষুধ সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশ হাসাপাতালে দীর্ঘদিনের সমস্যা। বিদ্যুৎ গেলে জেনারেটর চালু হয় না। অপ্রয়োজনীয় টেস্টের নামে অর্থ আদায় করা হয়। হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগও করেন তারা।

 

আরও পড়ুন: আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর মামলায় বিএনপির ৬ নেতা কারাগারে

 

তারা ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিনের অপসারণ এবং তার তিন বছরের দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। হাসপাতাল ও আশপাশের সব বর্জ্য অপসারণ, টয়লেট-বাথরুম পরিষ্কার রাখা, রোগীদের খাদ্যতালিকা ও সরকারি বরাদ্দের তালিকা প্রকাশ এবং ৩০ কর্মদিবসের মধ্যে শূন্যপদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের দাবি জানান তারা।

 

এছাড়া পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার কাজ শুরু, গর্ভবতী মায়েদের জন্য সিজার সুবিধা চালু, আধুনিক ল্যাব, এক্স-রে রুম ও স্টোর রুম স্থাপন, ডিজিটাল টোকেন ও অনলাইন রেজিস্ট্রেশন চালু এবং অন্তত দুটি সচল অ্যাম্বুলেন্স ও পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার দাবিও জানান তারা।

 

এ বিষয়ে মন্তব্যের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাসপাতালের জনবল সংকট ও কিছু সংস্কার বিষয় আমরা ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্থানীয়ভাবে যা করা সম্ভব, তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। অপসারণের দাবির বিষয়ে তিনি বলেন, ‘এই আন্দোলন উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি কুচক্রী মহল এ দাবি তুলেছে।’ 

 

আরও পড়ুন: বাউফলে নিখোঁজের পরদিন ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

]]>
সম্পূর্ণ পড়ুন