গতানুগতিক ধারায় নির্বাচন হলে আবার ফ্যাসিস্ট তৈরি হবে: মুফতি রেজাউল করিম

৩ সপ্তাহ আগে
গতানুগতিক ধারায় যদি নির্বাচন হলে আবার ফ্যাসিস্ট তৈরি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সরকারি স্কুল মাঠে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বর্তমান সরকারের ঘোষিত মৌলিক সংস্কার হয়েছে কিনা প্রশ্ন রেখে বলেন, ‘যদি না হয় তাহলে কেন আগে জাতীয় নির্বাচন? যদি পরিবেশ তৈরি হয় তাহলে ফেব্রুয়ারির ২ মাস আগেও নির্বাচন দিলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এতগুলো মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে আমাদের এদেশকে নিয়ে নিশ্চয় উদ্দেশ্য ছিল। সে লক্ষ্য উদ্দেশ্য যদি বাস্তবায়ন না হয়, গতানুগতিক ধারায় যদি সেই জাতীয় নির্বাচন হয়, তাহলে সেখানে আবার ফ্যাসিস্ট তৈরি হবে। আবার ভোট ডাকাতি হবে এবং আমাদের দেশে টাকা বিদেশে পাচার হবে। এর জন্য তো এত মানুষ জীবন দেয় নাই।’


৫ আগস্টের পর ইসলামের পক্ষে ক্ষেত্র তৈরি হয়েছে উল্লেখ করে বলেন, ‘আমরা বলেছি ইসলামের পক্ষে একটা বাক্স দিব। এভাবে চেষ্টা করছি। সে অবস্থানটা মাশআল্লাহ খুব ভালোর দিকে। দেশপ্রেমিক সবাই আমাদের সাথে আছে।’ 

আরও পড়ুন: ডাকসু নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে যে পরামর্শ দিলেন চরমোনাই পীর

নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে যাওয়ার বিষয়ে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা পরিবশে চাই। রাজনৈতিক সিংহভাগ দলই পিআর পদ্ধতি চায়। তারা (বিএনপি) বলছে নিজেদের স্বার্থের কারণে। আর সাধারণ মানুষও পিআর চায়।’


ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য মামুনুর রশিদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এম ওবায়েদুর রহমান, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি রেজাউল করিম বোরহানী, ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিন, ভোলা-৪ আসনের প্রার্থী প্রফেসর মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ। 

]]>
সম্পূর্ণ পড়ুন